‘যাত্রাশিল্পের উন্নয়নে কাজ করছে সরকার’
৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৮
জাতীয় সংসদ ভবন থেকে: দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া তিনি জানান, দেশে ১১৭টি নিবন্ধিত যাত্রাদল ছাড়াও অনেক সৌখিন যাত্রাদল রয়েছে যারা পূজা-পার্বণ, মেলা ও অন্যান্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যাত্রাপালা পরিবেশন করে থাকে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, যাত্রাশিল্পের উন্নয়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২’ প্রণয়ন করা হয়েছে। যা ইতোমধ্যে শিল্পকলা একাডেমিতে ১১টি যাত্রাউৎসব উদযাপন করা হয়েছে।
তিনি আরও জানান, তিনটি যাত্রাদল ও দুটি বিশ্ববিদ্যালয়কে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সেগুলো হলো- দেশ অপেরা, লোক নাট্যগোষ্ঠি, জয়যাত্রা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং ময়মনসিংহ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ।
একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থ বছরে ৬৪ জেলায় ৬৪টি দেশীয় যাত্রাপালা নির্মাণ ও প্রদর্শনীর জন্য জেলা শিল্পকলা একাডেমিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।