সংসদে চলছে অধিবেশন, সংসদ টিভিতে গানের অনুষ্ঠান!
৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৭
সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন তা সরাসরি সম্প্রচার করে থাকে সংসদ টিভি। তাতে করেই সারাদেশ তো বটেই, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সংসদের কার্যক্রম। এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই বললেই চলে। তবে সেই ব্যতিক্রমেরও দেখা মিলল। ওদিকে যখন সংসদ অধিবেশন চলছে পুরোদমে, তখন কি না সংসদ টিভিতে চলছে গানের অনুষ্ঠান!
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকেই সংসদ টিভিতে দেখা গেছে এমন চিত্র। এদিন বিকেল সাড়ে ৪টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের ঘোষণা করেন। পরে কার্যাবলীতে কমিটির রিপোর্ট উত্থাপন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের আমেজ সংসদ অধিবেশনেও
সংসদ অধিবেশনের কার্যক্রমে এরপর শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। শুরুতে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস তার বক্তব্য শুরু করেন। তার নির্ধারিত ২৫ মিনিট বক্তব্য শেষ করেও আরও তিন মিনিট সময় চেয়ে নেন স্পিকারের কাছে। মোট ২৮ মিনিট বক্তব্য রাখেন তিনি।
তবে সেই সাড়ে ৪টায় সংসদ অধিবেশন শুরুর পর থেকেই সংসদ টিভিতে চলছিল গানের অনুষ্ঠান। শিল্পী সামিনা চৌধুরী, রফিকুল ইসলাম ও মখলেছুল ইসলাম নীলু পরিবেশন করছিলেন গান।
এদিকে, মৃণাল কান্তি দাসের বক্তৃতার পর বক্তব্য রাখতে শুরু করেন সরকার দলীয় আরেক সদস্য মকবুল হোসেন। তবে তাতেও সংসদ টিভির অনুষ্ঠান পরিবেশনায় দেখা যায়নি অধিবেশন কার্যক্রম। অধিবেশন শুরুর তিন ঘণ্টারও পর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গিয়ে অধিবেশন কার্যক্রম প্রচার শুরু করে সংসদ টিভি।
এর পেছনে অবশ্য ‘কারিগরি সমস্যা’কে দায়ী করলেন সংসদ টেলিভিশনের মহাপরিচালক অশোক দেবনাথ। তিনি সারাবাংলাকে বলেন, কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। ১৫ জন প্রকৌশলী বিষয়টি নিয়ে কাজ করছেন। অধিবেশন সম্প্রচার করতে না পারাটা ইচ্ছাকৃত নয়।
সংসদ টিভির মহাপরিচালক আরও বলেন, সংসদ টেলিভিশন সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে না। বিটিভি থেকে লিংক নিয়ে এখানে প্রচার করা হয়।