ডিএসই’র নতুন এমডি কাজী ছানাউল হক
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১১
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী ছানাউল হক। রোববার (৯ ফেব্রুয়ারি) ডিএসই’র শীর্ষ পদটিতে যোগ দিয়েছেন তিনি।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এমডির দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসই’র ৯৪৫তম বোর্ড সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী ছানাউল হককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ডিএসই’র বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স-২০১৩ অনুযায়ী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়৷ গত ২৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার নিয়োগের অনুমোদন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজী ছানাউল হক ডিএসইতে যোগ দেওয়ার আগে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন৷ তার আগে তিনি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন৷
এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ডর ব্যবস্থাপনা পরিচালক ও অগ্রণী ব্যংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ছানাউল হক। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক বিডিবিএলের জেনারেল ম্যানেজার হিসেবে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশন, এসএমই অ্যান্ড জেনারেল অ্যাডভান্স ডিভিশন, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট, এস্টাবলিসমেন্ট অ্যান্ড কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট, অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিপার্টমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ও কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।