সাংবাদিক সুমনের ওপর হামলা: ৪ আসামি রিমান্ডে
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৭ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৮
ঢাকা: আগামী নিউজ ডটকমের অপরাধ বিষয়ক প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার আরও চারজনের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেন এ আদেশ দেন। আসামিরা হলেন, রাসেল হাওলাদার (৩৫), মো. আলাউদ্দিন সরদার (২০), মো. মাসুম (২০) ও মো. জহিরুল ইসলাম অপু।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের সাথে আরও কেউ জড়িত ছিল জানতে চাইলে তারা সঠিক কোন জবাব না দিয়া কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, আসামিদের সহযোগী অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার করাসহ ঘটনার সময় ভিকটিমের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন, ক্যামেরা, লেন্স, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অফিসিয়াল আইডি কার্ড, মানিব্যাগসহ নগদ ৪৮০০/- টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন এ তদন্ত কর্মকর্তা।
এ সময় আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) হামলায় জড়িত চারজনকে আটক করে র্যাব। গত তিনদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গ্রেপ্তার হওয়া মামলার অপর আসামী ইসমাইল হোসেন রিমান্ড শেষে বর্তমানে কারাগারে। এছাড়াও ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও ১১ জনকে শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সাদেক খান রোডে সাংবাদিক সুমনের ওপর হামলা করা হয়।
সুমনের সঙ্গে থাকা অন্য সহকর্মীরা জানান, সাদেক খান রোডের একটি ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছিল। খবর পেয়ে সুমন সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। ওই সময় জাফরাবাদ এলাকার সাদেক খান রোডে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোকনের সমর্থকরা ২০-৩০ জনের একটি দল নিয়ে শোডাউন করছিলেন। সুমন সেই ছবি তুললে তারা সুমনকে আক্রমণ করে। পরে স্টাম্প দিয়ে সুমনের মাথায় আঘাত করে। সে পড়ে গেলে তাকে কিল-ঘুষি দেয় ও লাঠিপেটা করতে থাকে। পরে সহকর্মীরা এগিয়ে এসে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
টপ নিউজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাংবাদিক সুমনের ওপর হামলা