Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিসিসিপিতে আগুনে পুড়ে মা ও ছয় শিশুর মৃত্যু


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি সেন্ট্রালের ক্লিনটন শহরের এক বাড়িতে লাগা আগুনে পুড়ে ওই পরিবারের মা ও ছয় শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রোববার (৯ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ক্লিনটন শহরের মুখপাত্র মার্ক জোনস এপিকে জানিয়েছে ওই আগুনের ঘটনায় আহত অবস্থায় বেঁচে আছেন বাবা। তিনি তার পরিবারকে বাঁচানোর প্রাণান্ত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয় ক্যান্টন পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানা যায়, আগুনের ঘটনায় মারা যাওয়া মা ব্রিটানি প্রিসলি ওই ইলিমেন্টারি স্কুলের শিক্ষক হিসেবে কাজ করতেন।

মিসিসিপি অঙ্গরাজ্যের ফায়ার মার্শালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ১৯৫১ সালে নির্মিত ওই বাড়িতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ক্যান্টন পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট মিসিসিপি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর