মঙ্গলবার আইইউবিতে চাকরি মেলা
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৭
চাকরি মেলা বা জব ফেয়ারের আয়োজন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের আয়োজনে আগামী ১১ ফেব্রুয়ারি দিনব্যাপী চলবে এই মেলা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আইইউবি বসুন্ধরা ক্যাম্পাসে শুরু হবে মেলার মূল আনুষ্ঠানিকতা। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আইইউবি’র শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের তাদের জীবন বৃত্তান্ত বা সিভি নিয়ে মেলায় উপস্থিত থাকতে অনুরোধ করেছে ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অফিস। এই মেলার মাধ্যমে চাকরি প্রত্যাশীরা তাদের কাঙিক্ষত লক্ষ্যের দেখা পাবেন বলেও আশা আয়োজকদের।