Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি জরিপ: দিল্লিতে হ্যাটট্রিক বিজয়ের পথে কেজরিওয়াল


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২০

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক (টানা তৃতীয় বার) বিজয়ের পথে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের বুথফেরত ফলাফল নিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভির করা এক জরিপে দেখা যাচ্ছে, দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে আম আদমি পার্টি অন্তত ৫৬ আসনে জয়লাভ করবে। বুথফেরত আরও পাঁচটি জরিপ জানাচ্ছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কপালে জুটবে দিল্লির ১৪ আসন আর ভারতীয় কংগ্রেস দিল্লিতে কোন আসনই পাচ্ছে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিল্লি বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, এনডিটিভি জানিয়েছে বুথফেরত জরিপের সাথে নির্বাচনের মূল ফলাফলের কিছুটা তারতম্য হতে পারে। অপরদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বুথফেরত জরিপ নির্বাচনের ফলাফল নয়, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বুথফেরত জরিপে কান দেওয়ার কিছু নেই।

এর আগে, ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে পরিচালিত অপর এক জরিপে বলা হয়েছে, দিল্লি নির্বাচনে আম আদমি পার্টি ৫৯ থেকে ৬৮ আসন পাবে। বিজেপি পাবে ২ থেকে ১১ আসন। একইভাবে এবিপি পরিচালিত জরিপে জানা যায় ৪৯ থেকে ৬৩ আসন পাবে, বিজেপি পাবে ৫ থেকে ১৯ আসন। তবে, সব জরিপেই আম আদমি পার্টির আগে টানা তিনবার দিল্লি শাসন করা ভারতীয় কংগ্রেসের আসন প্রাপ্তির সম্ভাবনা শূণ্য বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ৩৬ আসনে জয়লাভ করতে পারলেই যে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। ২০১৫ সালের সর্বশেষ নির্বাচনে আম আদমি পার্টি ৬৭ আসনে জয়লাভ করে দিল্লিতে রাজ্য সরকার গঠন করেছিল।

অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি (এএপি) দিল্লি বিধানসভা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর