২০ জনকে হত্যাকারী থাই সেনা সদস্য নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত
৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:১২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৭
ঢাকা: এলোপাতাড়ি গুলি করে অন্তত ২০ জন সাধারণ মানুষকে হত্যাকারী থাই সেনা সদস্য নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। যে শপিং মলে গুলি চালিয়ে তিনি এই হত্যাযজ্ঞ ঘটান, সেখানেই লুকিয়ে ছিলেন। প্রায় ১২ ঘণ্টা পরে তাকে হত্যা করতে সক্ষম হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখোন রাচসিমা প্রদেশের একটি শপিং মলে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে।
থাইল্যান্ড আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল থানইয়া কিয়াটসার্ন রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত থাই সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেন।
ওই থাই সেনার নাম সাব লেফটেন্যান্ট জাকরাপানথ থম্মা (৩২)। তিনি শনিবার তার কমান্ডিং অফিসারকে হত্যা করে একটি মিলিটিারি ক্যাম্প থেকে অস্ত্র চুরি করে পালান। এরপর নাখোন রাচসিমা প্রদেশের একটি শপিং মলে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। সেসময় গোটা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গুলিতে ২০ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৪২ জন।
তকে কী কারণে ওই সেনাসদস্য এই ঘটনা ঘটিয়েছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
একটি সূত্র জানিয়েছে, নিজের ব্যাটালিয়নে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথাকাটাকাটি হয় থম্মার। এরপর সেই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে অস্ত্র নিয়ে পালিয়ে যান তিনি। জানা গেছে, তিনি একটি মেশিন গান ও একটি সেনাবাহিনীর বিশেষ গাড়িও চুরি করেন। সেসব নিয়েই ওই শপিং মলে পৌঁছে গুলি করতে শুরু করেন তিনি।