Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্তিতে কেন বারবার আগুন লাগে খতিয়ে দেখার আহ্বান আতিকুলের


৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৮

ঢাকা: বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা কেন বারবার ঘটছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হওয়া আতিকুল ইসলাম। শনিবার (৮ ফেব্রুয়ারি) বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে এ আহ্বান জানান আতিকুল ইসলাম।

বস্তিবাসীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘আপনাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

এবার আগুনে পুড়ল বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তি

মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণ না করায় ব্যক্তিগত তহবিল থেকেই তিনি বস্তিবাসীদের সাহায্য করেন আতিকুল। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফারুক পাঠান ও অন্যান্য স্থানীয় নেতারা।

অগ্নিকাণ্ডের ঘটনা আতিকুল ইসলাম বস্তিতে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর