Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতার থেকে ফেরার পথে বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার গ্রেফতার


৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:০০

চট্টগ্রাম ব্যুরো: মধ্যপ্রাচ্যের কাতার থেকে ফেরার পর চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ারকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের একসময়ের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী হিসেবে সরোয়ার ছিল নগরীর মূর্তিমান আতঙ্ক।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কাতার থেকে আসা ফ্লাইট থেকে নেমে বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রবেশের পর প্রথমে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সরওয়ার চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানায় দায়ের থাকা একাধিক মামলার আসামি। তার বাড়িও বায়েজিদ বোস্তামি এলাকায়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে জানিয়েছেন, সরওয়ারকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামি থানায় আনার জন্য টিম পাঠানো হয়েছে ঢাকায়। ভোররাতের মধ্যে তাকে নিয়ে আসা হবে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে ছাত্রলীগের নেতাকর্মীসহ আটজনকে খুনের ঘটনায় দায়ের আলোচিত এইট মার্ডার মামলার আসামি ছিল সাজ্জাদের দুই সহযোগী সরওয়ার ও ম্যাক্সন। ২০০১ সালের ৩ অক্টোবর গ্রেফতার হওয়া সাজ্জাদ বিএনপি সরকারের আমলে কারামুক্ত হয়ে দুবাইয়ে পালিয়ে যায়।

২০১১ সালে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ দু’টি একে ৪৭ রাইফেলসহ সরোয়ার এবং ম্যাক্সনকে গ্রেফতার করে। ২০১৭ সালে কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে কাতারে চলে যায় সরোয়ার ও ম্যাক্সন। কাতারে বসে বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগে ২০১৯ সালের ২৪ অক্টোবর তাদের পাঁচ সহযোগীকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

বিজ্ঞাপন

কাতার তালিকাভুক্ত সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী সরোয়ার