Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সমাবেশে কর্মী-সমর্থকদের ঢল


৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৫

ঢাকা: নির্বাচনের দিন ভোট কেন্দ্রে এবং হরতালের দিন মাঠে না দেখা গেলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মী সমর্থকদের। শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় সমাবেশ শুরুর আগেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হাজির হন তারা।

দুপুর ২ টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে দলের নেতারা বক্তব্য দিতে শুরু করেন। সমাবেশ পরিচালনা করছেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

বিজ্ঞাপন

সমাবেশ ২ টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে আসতে শুরু করে বিএনপির নেতাকর্মী সমর্থকের। বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে খণ্ড, খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যান তারা। তাদের হাতে ধানের শীষের রেপ্লিকা, ফেস্টু, খালেদা জিয়ার পোস্টারসহ প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার রয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুহূর্মুহূ স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপির সমাবেশের কারণে নয়া পল্টনের সামনের সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। অপর পাশের যান চলাচলও সীমিত হয়ে পড়েছে। যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশ মঞ্চ থেকে দলের দায়িত্বশীল নেতারা বারবার কর্মী সমর্থকদের সহযোগিতা কামনা করেন।

এদিকে সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীও রয়েছেন সমাবেশস্থলের আশপাশে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ৫টার মধ্যে তারা সমাবেশ শেষ করার চেষ্টা করবেন।

বিজ্ঞাপন

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মো. শাহজাহান ড. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতানান সালাউদ্দিন টুকু, ওলামা দলের সভাপতি শাহ নেছারুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

নয়া পল্টন বিএনপি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর