Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকের টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড!


৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং এর কবলে পড়েছে। আওয়ারমাইন নামের একটি হ্যাকিং গ্রুপ এই কাণ্ড ঘটিয়েছে। এরপর তারা একটি টুইটও প্রকাশ করে। খবর বিবিসির।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে হ্যাকড হয়েছিল ফেসবুকের টুইটার আইডি। যদিও কিছু সময় পর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় কর্তৃপক্ষ।

হ্যাকাররা বার্তায় লিখে, হাই, আমরা আওয়ারমাইন। যেমনটি দেখছেন ফেসবুকও হ্যাক করা যায়। তবে তাদের নিরাপত্তাব্যবস্থা টুইটারের চেয়ে ভালো।

আওয়ারমাইন শুধু ফেসবুকের টুইটার কব্জায় নেয়নি, নিজেদের লোগো পোস্ট করেছে ইনস্টাগ্রাম থেকেও। বাকি ছিল ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাকাউন্ট হ্যাক করা।

এদিকে টুইটার এ ঘটনা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলেছে, তারা এ বিষয়ে ফেসবুকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

আওয়ারমাইন এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে আলোচনায় এসেছিল। আইটিক্ষেত্রে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে তারা এই কাজটি করে থাকে।

অ্যাকাউন্ট হ্যাকড টপ নিউজ ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর