Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় মাইক্রোবাস চাপায় বাবা-ছেলের মৃত্যু


৮ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৩ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৩

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের ‍মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম (৪৫) এবং তার ছেলে স্থানীয় ইউনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহি (১০)।

মমিনুল ইসলাম উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলা শহরের প্রফেসরপাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সাড়ে সাতটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক দিয়ে তিনি পলাশবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মমিনুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ছেলে মাহির মৃত্যু হয়।

বাবা-ছেলের মৃতদেহ থানায় আনা হয়েছে বলে জানান ওসি মতিউর রহমান।

গাইবান্ধা পলাশবাড়ী বাবা-ছেলে মাইক্রোবাস চাপা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর