Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের সমস্যা নিয়ে বিদেশিদের কাছে নালিশ না করার আহ্বান


৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০০

গাজীপুর: গার্মেন্টস শ্রমিকদের কোনো সমস্যা নিয়ে বিদেশিদের কাছে নালিশ না করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কোনো সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। বিদেশিরা কোনো সমাধান দিতে পারবে না।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুর বোর্ড বাজার এলাকায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষা এবং ন্যায্য দাবি আদায়ে সবসময় তাদের পাশে থাকবেন। যেকোনো সমস্যা সমাধানে মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সমস্যায় পড়লে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের স্থানীয় কার্যালয়ে লিখিতভাবে জানান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা সবসময় শ্রমিকদের পাশে আছেন।’

পোশাক শিল্পকে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁডিয়েছে শ্রমিকদের শ্রম আর ঘামে। এ শিল্পের উন্নয়নে শ্রমিকদের আরো নিষ্ঠাবান আহ্বান জানান। কারখানার কর্ম পরিবেশ উন্নত হলে, উৎপাদন বৃদ্ধি পেলে মালিকের লাভ, শ্রমিকের লাভ, দেশের লাভ।’ শ্রমিকবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করে প্রতিমন্ত্রী।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বিজিএমইএ’র সাবেক সহ- সভাপতি মো. হারুন অর-রশিদ, শ্রমিক নেত্রী নাজমা আকতার এবং শ্রমিক নেতা আসাদুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

নালিশ মন্নুজান সুফিয়ান শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকদের সমস্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর