Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত


৭ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৮

হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে একাধিক মামলার আসামী কহিদুল ইসলাম নামের এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

এসময় ডাকাত দলের হামলায় পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত কহিদুল (৪০) উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধান এর ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গা নামক এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসপি আখিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছলে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা এলোপাথাড়ি ভাবে গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশ সদস্যরা জীবন রক্ষার্থে ডাকাত দলকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ঁলে একাধিক মামলার আসামী ও কুখ্যাত ডাকাত কহিদুল ইসলাম ওরফে তৌহিদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এবং অপর ডাকাতরা পালিয়ে যায়।

তিনি জানান, নিহত কহিদুলে বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তাজাগুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধ হিলি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর