Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি কর্মকর্তাকে মারধর, আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা


৬ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩০

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও সমাজসেবা কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উলিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরের জন্য বুধবার উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠে পৌর এলাকার নতুন উপকারভোগী নির্বাচনের কার্যক্রম চলছিল। তালিকা তৈরি করার সময় যাচাই-বাছাই চলাকালে পৌর আওয়ামী লীগের নেতাকমীরা নিয়ম বহির্ভূতভাবে তাদের নির্ধারিত কয়েকজন ব্যাক্তির তালিকা সমাজ সেবা কর্মকর্তাকে দিয়ে অন্তর্ভুক্ত করার দাবী করেন। এসময় ওই কর্মকর্তা তাদের দেওয়া তালিকা অন্তর্ভুক্ত করতে অপারগতা প্রকাশ করে।

বিজ্ঞাপন

এসময় ক্ষিপ্ত হয়ে পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম বাদশার নেতৃত্বে একদল নেতাকর্মী সরকারি কাজে বাধা দেন এবং সমাজ সেবা কর্মকর্তাকে এলোপাথাড়ি মারধর শুরু করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐদিন রাতেই মশিউর রহমান বাদী হয়ে পৌরসভার নারিকেলবাড়ি কুড়ার পাড় গ্রামের আবুল কাশেমের ছেলে সাইদুল ইসলাম (৩০) ও হায়াৎখাঁ গ্রামের খতম আলীর ছেলে আব্দুর রহিম বাদশা (৫৫) সহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মকর্তাকে মারধর করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর