আমরণ অনশনে এসএ টিভির সাংবাদিকরা
৬ ফেব্রুয়ারি ২০২০ ২০:১২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৭
ঢাকা: নিয়ম-নীতির তোয়াক্কা না করে কর্মী ছাঁটাই ও বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির সাংবাদিকরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে তারা এসএ টিভির কার্যালয়ের সামনে অবস্থান নেন।
তাদের অভিযোগ, সকাল থেকে অনশনে বসার চেষ্টা করলেও কিছু বহিরাগত তাদের কর্মসূচিতে বাধা ও হুমকি দিয়েছে। এসময় সাংবাদিকদের সঙ্গে বহিরাগতদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।
অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, তারা আইন ও নিয়ম মেনেই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।