Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেসিস সফটএক্সপো’র উদ্বোধন


৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৪

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ১৬তম বেসিস সফটএক্সপো-২০২০। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক্সপোর উদ্বোধন করেন।

‘ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন’ স্লোগানে শুরু হওয়া চারদিনের এই মেলা শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এক্সপোতে ৩০০টিরও বেশি তথ্য ও যোযোগাযোগ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘স্থানীয় সফটওয়্যার অর্থাৎ মেইড ইন বাংলাদেশ ধারণাকে উৎসাহিত করতে হবে। সফটওয়্যার কোম্পসপনিগুলোকে আত্মনির্ভরশীল করে তুলতে দাতা সংস্থার সহায়তার বাস্তবায়িত প্রকল্পে স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে সুযোগ দিতে হবে।’

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো দেশে বিদেশে অনেক বড়ো বড়ো প্রকল্পে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে। সেজন্য দেশের সকল কাজ বিদেশিদের দিয়ে করা গেলেও তা স্থানীয় কোম্পানিদের দিয়েই বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তথ্য নিরাপত্তা ঝুঁকিসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।’ এজন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বেসিসের সহ-সভাপতি (অর্থ) ও বেসিস সফটএক্সপোর আহ্বায়ক মুশফিকুর রহমান, বেসিস সফটএক্সপো ২০২০’র প্লাটিনাম স্পন্সর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড- ডিবিবিএল’র চেয়ারম্যান সায়েম আহমেদ, বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন ও পরিচালক দিদারুল আলম।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, এবারই প্রথমবারের মতো বেসিস সফটএক্সপোর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। মেলায় ১০টি বিশেষ জোন রয়েছে। ৩০০ টিরও বেশি তথ্য ও যোযোগাযোগ প্রতিষ্টান অংশ নিচ্ছে। সেমিনার অনুষ্ঠিত হবে ৩০টিরও বেশি। ২ হাজারের বেশি শিক্ষার্থীদের নিয়ে সবচেয়ে বড় আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের আয়োজনও থাকছে মেলায়। থাকছে ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটিভ প্রজেক্ট শো-কেসিং।

মেলায় অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় আউটসোর্সিং কনফারেন্স। ১০০ এরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন। মেলার বিস্তারিত তথ্য www.softexpo.com.bd ওয়েবসাইটে ভিজিট করে জানা যাবে।

বেসিস বেসিসএক্সপো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর