ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে জামাল মোস্তফা
৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৫
ঢাকা: নির্বাচিত মেয়র শপথ গ্রহণের আগ পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন একই সংস্থার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, নতুন মেয়র শপথ গ্রহণ না নেওয়া পর্যন্ত প্যানেল মেয়রের জ্যেষ্ঠ সদস্য দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।