নিউমোনিয়ায় শিশুমৃত্যু হার কমাতে প্রতিশ্রুতিবদ্ধ হলো বাংলাদেশ
৬ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৯
ঢাকা: বিশ্বের প্রথম নিউমোনিয়া বিষয়ক গ্লোবাল কনফারেন্সে নিউমোনিয়ায় শিশুমৃত্যু হার কমানোর জন্য বিশ্ব লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বাংলাদেশ।
জানুয়ারির ২৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত বার্সেলোনায় অনুষ্ঠিত এই ‘গ্লোবাল নিউমোনিয়া ফোরামে’ বাংলাদেশ থেকে দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হলেন— ম্যাটারনাল অ্যান্ড নিওন্যাটাল হেলথ কেয়ারের (এমএনসিএএইচ) লাইন ডিরেক্টর শামছুল হক ও ন্যাশনাল নিউবর্ন হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার শরীফুল ইসলাম। দু’জনকেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল।
এছাড়াও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গোলাম মোতাব্বির।
নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মৃত্যুর কারণ অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, অপুষ্টি ও বায়ু দূষণ। ২০১৯ সালে বাংলাদেশে নিউমোনিয়া জনিত কারণে প্রতি ঘণ্টায় একটি শিশু মৃত্যুবরণ করেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও সেভ দ্য চিলড্রেনের যৌথ একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিউমোনিয়ার বিরদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে বাংলাদেশে ১০ বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার শিশুকে নিউমোনিয়া ও অন্যান্য বড় রোগের কারণে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব।
নিউমোনিয়া বাংলাদেশে শিশু মৃত্যুর বড় কারণগুলোর একটি। এই রোগের কারণে দেশের ১৩ শতাংশ শিশু পাঁচ বছরেরও কম বয়সে মৃত্যুবরণ করে। তবে নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে আগামী দশকের মধ্যে এই রোগ থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার কমানো সম্ভব।
এই গ্লোবাল ফোরামে জাতীয় সরকারি অধিবেশনে প্যানেলিসট হিসেবে শামছুল হক বলেন, ‘বাংলাদেশ সরকার একটি ট্র্যাক এবং ২০২৫ সালের মধ্যে নিউমোনিয়া জনিত কারণে শিশু মৃত্যুহার কমাতে জিএপিপিডি লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।’
শরীফুল ইসলাম বলেন, ‘পুষ্টিহীনতার ঘাটতি পূরণ করা এবং বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি আমরা একটি জাতীয় নিউমোনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশলের লক্ষ্য গ্রহণ করেছি যার মাধ্যমে টিকাদানের মাধ্যমে পর্যাপ্ত ও সঠিক যত্ন নিশ্চিত করা হবে।’
ডা. গোলাম মোতাব্বির বলেন, ‘বুকের দুধ খাওয়ানোর হার বৃদ্ধি এবং পুষ্টিহীনতার হ্রাস পাওয়ার ফলে শুধুমাত্র নিউমোনিয়া কমানোর ক্ষেত্রেই নয় বরং সর্বজনীন স্বাস্থ্য কভারেজ অর্জনেও অবদান রাখছে। আর এই জন্য আমরা সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’