Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জম্মু-কাশ্মির প্রশ্নে পাকিস্তানের বক্তব্য উদ্বেগজনক: জি এম কাদের


৬ ফেব্রুয়ারি ২০২০ ২০:১২

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জম্মু-কাশ্মির প্রশ্নে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার যে বক্তব্য রেখেছেন তা সত্যের অপলাপমাত্র, যা এই উপমহাদেশের জন্য উদ্বেগজনক।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ সব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘জম্মু ও কাশ্মির ইস্যু অবশ্যই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের ভেতরকার সমস্যা ভারতকেই সমাধান করতে হবে। আমরা লক্ষ্য করছি জম্মু ও কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনতে ভারত সরকার অনেক অগ্রসর হয়েছে।’

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘আমরা এ উপমহাদেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করি। জম্মু ও কাশ্মির প্রশ্নে পাকিস্তান যে বক্তব্য রেখেছে তাতে এই উপমহাদেশের নিরাপত্তার প্রশ্নে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল তাদের মুখে গণহত্যার অভিযোগ বেমানান। এখন যেহেতু এ উপমহাদেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে তার মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে না করে পাকিস্তানের উচিৎ হবে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সব অমীমাংসিত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা।

জাতীয় জিএম কাদের পার্টি