Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আসুন: সিপিবি


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩১

চট্টগ্রাম ব্যুরো: ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম শুরুর জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রামের নেতারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে সিপিবির এক প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানানো হয়।

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সরকার স্পষ্টই ভোট ডাকাতি করেছে। নির্বাচন কমিশন বলছে, ভোট পড়েছে ২৫ শতাংশ। বেসরকারি হিসেবে ভোট পড়েছে ৫ শতাংশের মতো। সরকারি দলের লোকজনও ভোটকেন্দ্রে আসছে না। কারণ তারা জানে, ফলাফল নির্ধারিত আছে। একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে, কতটা জনবিচ্ছিন্ন হয়ে গেলে মানুষের ভোটাধিকার নিয়ে এমন তামাশা করতে পারে, এটা তার প্রমাণ।’

জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি। এজেন্ট বের করে দেওয়া হয়েছে। গোপন বুথে দাঁড়িয়ে থেকে মানুষকে পছন্দের প্রতীকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এভাবে সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে তার ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। সিপিবি ভোটাধিকারের জন্য লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণকে সেই সংগ্রামে একাত্ম হতে হবে ঐক্যবদ্ধভাবে।’

জেলা সিপিবির সম্পাদকদণ্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া ও উত্তম চৌধুরী। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নিউমার্কেট মোড়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ভোটাধিকার সিপিবি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর