৬ দিন পর উদ্ধার হলো খালে ডুবে যাওয়া শিশু আশামনির মরদেহ
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৯
ঢাকা: রাজধানীর কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে ডুবে যাওয়া শিশু আশামনির (৫) মরদেহ ছয়দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে আশামণির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, ‘কদমতলী স্কুল অ্যান্ড কলেজের সামনে খালের অংশ থেকে আশামণির মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে খেলার সময় আশামনির বল খালে পড়ে যাওয়ায় সেটি তুলতে গিয়ে নিখোঁজ হয় আশা মনি।