কান্নাগি হতে চান কঙ্গনা
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩১
কয়েক বছর ধরেই নিজের ক্যারিয়ারের গ্রাফ উচ্চ থেকে উচ্চতর অবস্থানে নিয়ে যাচ্ছেন কঙ্গনা রানাউত। যাতেই হাত দিচ্ছেন সোনা ফলছে। সেই কঙ্গনা এখন ব্যস্ত তামিলনাডুর প্রয়াত রাজনীতিবিদ জয়ললিতা জয়ারামের বায়োপিক সিনেমার শোটিংয়ে। সিনেমাটির নাম থালাইভি।
এরইমধ্যে নতুন এক ইচ্ছার কথা জানালেন কঙ্গনা। এবার তিনি তামিল মহাকাব্য সিলাপ্পাতিগরম এর কেন্দ্রীয় চরিত্র কান্নাগি’র ভূমিকায় অভিনয় করতে চান। কান্নাগি জনপ্রিয় তামিল কিংবদন্তী চরিত্র। তামিল ভাষাভাষী অঞ্চলে এই চরিত্রটি তুমুল জনপ্রিয়।
সম্প্রতি কঙ্গনা এক সংবাদ সম্মেলনে কান্নাগি চরিত্রে অভিনয় করার জন্য তার খুব আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন। জয়ললিতার বায়োপিক থালাইভি করতে গিয়েই যে কান্নাগি সম্পর্কে জেনেছেন তাও শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, থালাইভি সিনেমার পরিচালক বিজয়ই কান্নাগি সম্পর্কে কঙ্গনাকে উৎসাহিত করেছেন । কঙ্গনা ইতিমধ্যে বিজয়কে কান্নাগির ওপর একটি স্ক্রিপ্ট লেখার জন্যও নাকি বলেছেন। খবর হিন্দুস্থান টাইমস।