সুনাগরিক হতে সবাইকে সচেতন হতে হবে: আতিকুল
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪৮
ঢাকা: সুনাগরিক হতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ছয় নম্বর সেক্টরের ডিপিএস এসটিএস স্কুলে মহান ভাষা দিবস স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, ময়লা যেখানে সেখানে না ফেলি, সবাইকে সম্মান-সহযোগিতা করি তাহলেই আমরা সুনাগরিক হতে পারবো। সুনাগরিক মানে যত্রতত্র ময়লা না ফেলা। আমরা কেউ ডাস্টবিন ছাড়া ময়লা ফেলব না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধুলাও করতে হবে। আমাদের সবাইকে রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। তোমাদের বাবা, মা, ড্রাইভারকে বলবে আমরা আর অনর্থক গাড়ির হর্ন বাজাব না। আমরা সবাই নাগরিক, কিন্তু যারা সুনাগরিক তারাই এই বিষয়গুলো মেনে চলে। তাই আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে।’
এ সময় আতিকুল ইসলামের সহধর্মিণী ডা. শায়লা শাগুফতা ইসলামসহ ডিপিএস এসটিএস স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।