Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মেই করোনার কবলে চীনা নবজাতক


৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৪

জন্মের ৩০ ঘণ্টা না পেরোতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চীনের একটি শিশু। গত ২ ফেব্রুয়ারি উহানের একটি হাসপাতালে জন্ম নেয় শিশুটি। তার জন্মের আগে মায়ের শরীরে ধরা পড়ে সংক্রমণ।

তাই মায়ের গর্ভেই সে আক্রান্ত হয়েছে না জন্ম নেবার পর সংক্রমিত হয়েছে সে সম্পর্কে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ দশমিক ২৫ কেজি। জন্মের একদিন পরেই তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যায়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে মূলত ৫০ বছরের বেশি বয়সীরা আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যেও শিশুর সংখ্যা একেবারেই কম।

মৃতের সংখ্যা বেড়ে ৫৬২, বিশ্বজুড়ে আক্রান্ত ২৮ হাজার

চীনের শিশু বিশেষজ্ঞরা বলছেন, হয় শিশুটি তার মায়ের গর্ভ থেকেই করোনাভাইরাস নিয়ে পৃথিবীতে এসেছে নতুবা জন্মের পর মায়ের কাছ থেকে সে আক্রান্ত হয়েছে। তাকে যত সাবধানেই গর্ভ থেকে বের করা হোক না কেন, মায়ের কাশির মাধ্যমেও সে সংক্রমিত হতে পারে।

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালের বরাত দিয়ে বিবিসি বলছে, মূলত ৪৯ থেকে ৫৬ বছর বয়সীরা করোনায় আক্রান্ত হচ্ছে। তবে কয়েকজন শিশুও আক্রান্ত হয়েছে। এর মথ্যে সিঙ্গাপুরের ছয়মাস বয়সী একটি শিশু ও অস্ট্রেলিয়ার আট বছর বয়সী একটি শিশু রয়েছে।

২৫টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১৯১। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে মারা গেছেন দুইজন।

করোনাভাইরাস চীনের উহান নবজাতকের করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর