Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১


৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩১

ঢাকা: সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আলতাফ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আলতাফ হোসেন বলেন, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে ইসমাইলকে আটক করে থানায় আনা হয়। এরপর সুমনের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।

ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্তে কাজ করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, এজন্য একটু সময় লাগছে। তবে সব আসামি ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাফরাবাদে সাংবাদিকের ওপর হামলা

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণের সময় পেশাগত দায়িত্ব পালনে থাকা সাংবাদিক সুমনকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

সুমনকে অন্য সাংবাদিকরা উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।

জাফরাবাদ স্কুলে হামলা টপ নিউজ নির্বাচনে হামলা সাংবাদিক সুমনের ওপর হামলা সাংবাদিকের ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর