Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে তুষারধসে ৩৮ জনের প্রাণহানি


৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৫৮

তুরস্কের পূর্বাঞ্চলে পৃথক দুই তুষারধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অনেক উদ্ধারকর্মীও রয়েছেন। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) ও বুধবার (৫ ফেব্রুয়ারি) এই দুটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

ভান প্রদেশে প্রথম তুষারধসের ঘটনায় মারা যান ৫ জন, আহত ৩৩ জন। দ্বিতীয় ঘটনায় মৃত্যু হয় আরও ৩৩ জনের। অন্তত ৩০জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ। কতজন এখনো নিখোঁজ ও তুষারধসে চাপা পড়ে আছে তা এখনো জানা যায়নি। প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

সেনা সদস্য ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নিয়েছে। ইস্তাম্বুল থেকে দুটি সামরিক এয়ারক্রাফটে করে ৭৫ উদ্ধারকর্মীকে আনা হয়। তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অর্থরেটি (এএফএডি) এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তুষারধসে মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। ভান প্রদেশের গভর্নর মেহমেত এমিন বেলমিজ জানিয়েছেন, মৃতদের মধ্যে পুলিশ অফিসার, ফায়ার কর্মকর্তা, উদ্ধারকর্মী রয়েছেন।

তুরস্ক তুষারধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর