Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমে চ্যান্সেরি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৪

রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে প্রায় ২৪ কাঠা জমির ওপর নির্মিত পাঁচ তলা ভবনটি উদ্বোধন করেন তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ইতালির রাজধানীর ভিয়া ডেল’ অ্যান্ট্রাটাইড এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে চ্যান্সেরি ভবনটি উদ্বোধন করেন শেখ হাসিনা। এসময় দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- জিয়া, এরশাদ ও খালেদার জন্ম বাংলাদেশে হয়নি: শেখ হাসিনা

পরে প্রধানমন্ত্রী ২৩ দশমিক ৯ কাঠা জমির ওপর নির্মিত চ্যান্সেরি ভবনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি দর্শনার্থী বইয়েও সই করেন।

চ্যান্সেরি ভবনের পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, রোমে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম ও দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা।

চ্যান্সেরি ভবন উদ্বোধন শেষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১২০১’ ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ছাড়েন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ইতালির রাজধানী রোমে পৌঁছান তিনি। এদিন ইতালি আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সফরে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন। দুই শীর্ষ নেতা তাদের শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক সব বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বাসস।

ইতালিতে চ্যান্সেরি ভবন চ্যান্সেরি ভবন চ্যান্সেরি ভবন উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর