Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিএনপির ‘প্রার্থী’ জয়নুল-কাজল


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৭

রুহুল কুদ্দুস কাজল (বাঁয়ে), জয়নুল আবেদীন (মাঝে) ও খন্দকার মাহবুব হোসেন (ডানে)

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আংশিক প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে সভাপতি পদে থাকছেন সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। আর সম্পাদক পদে থাকছেন ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এসময় সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজলসহ অন্যরা।

খন্দকার মাহবুব হোসেন জয়নুল আবেদীন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর