Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি সা’দত কলেজের বাসের চাপায় কনস্টেবলের মৃত্যু


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৫

টাঙ্গাইল: টাঙ্গাইলে বাসের চাপায় মোটারসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল শহরের ময়মনসিংহ রোডের গণপূর্ত ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান রায়হান (২৩) টাঙ্গাইল সদর থানায় কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কনস্টেবল মো. আরমান রায়হান মোটরসাইকেল যোগে শহরের কুমুদিনী কলেজ মোড় থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গণপূর্ত ভবনের সামনে পৌঁছলে সরকারি সা’দত কলেজের একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আরমান রায়হানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৪ ফেরুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পাইপাস এলাকায় ট্রাক চাপায় সাইদুল হক নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।

 

 

বাস চাপায় মৃত্যু সরকারি সা’দত কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর