Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেপিকে ‘তুঘলকের বংশধর’ বললেন মমতা


৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৩

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ক্ষমতাসীন বিজেপির ওপর আরও একবার ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তুলনা করলেন ‘দুঃশাসনের দল’ ও ‘মুহম্মদ বিন তুঘলকের বংশধর’ হিসেবে। খবর এনডিটিভির।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের রানাঘাটে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বিজেপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

মমতা বলেন, এনপিআর, এনআরসি ও সিএএ হলো ব্ল্যাক ম্যাজিকের মতো। এটা যে করেই হোক থামাতে হবে।

তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশকে বাঁচানোর জন্য। মমতা আরও বলেন, আমরা দুঃশাসনের দল নই বিজেপির মতো। ওরা মহম্মদ বিন তুঘলকের সন্তান। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশকে বাঁচানোর জন্য।

এনআরসি আতঙ্কে রাজ্যে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন মমতা।

চতুর্দশ শতাব্দীতে দিল্লির সুলতান ছিলেন মুহম্মদ বিন তুঘলক। তার জবরদস্তিমূলক আচরণ ‘তুঘলকি কাণ্ড’ হিসেবে পরিচিত। মমতা বিজেপি সে বিষয়েই ইঙ্গিত করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর