Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক পোস্ট দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু


৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৫

ময়মনসিংহ: ময়মনসিংহে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত স্কুলছাত্র কাউসার (১৬) চুরখাই উইনারপাড় গ্রামের মুক্তার আলীর ছেলে। সে এইচ এস হৃদয় আদর্শ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, দুপুরে চুরখাই এলাকার নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে ফেসবুকের পোস্ট নিয়ে দ্বন্দ্বে বন্ধুদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি মাহমুদুল আরও জানান, ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

ছুরিকাঘাতে মৃত্যু ফেসবুক পোস্ট ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর