Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলায় সিপিজে-আরএসফের নিন্দা


৫ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৮

ঢাকায় উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠন দুটি বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে।

আরএসএফ বিবৃতিতে জানায়, ১ ফেব্রুয়ারি নির্বাচনে অন্তত দশজন রিপোর্টারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মোহাম্মদপুরে দায়িত্বপালনকালে আহত হয়েছেন মোস্তাফিজুর রহমান সুমন। আওয়ামী লীগের কর্মীরা তাকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া জাহিদ ইকবাল নামের আরও একজন সাংবাদিক হামলার শিকার হন। তাকে কুর্মিটোলা হাসাপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আরএসএফ এর এশিয়া প্যাসিফিক অঞ্চল প্রধান ড্যানিয়েল বাস্টার্ড বলেন, দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলা অগ্রহণযোগ্য।

এদিকে সিপিজে জানায়, সিটি নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি দেখানো ও সরঞ্জাম কেড়ে নেওয়া হয়েছে। যা আতঙ্কজনক। এসব ঘটনায় অন্তত ১৫ সাংবাদিক আহত হয়েছেন।

সিপিজে’র সিনিয়র এশিয়া রিসার্চার আলিয়া ইফতেখার বলেন, বাংলাদেশ সরকারকে অবিলম্বে এসব ঘটনার তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে হবে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ঢাকা রিপোর্টার্স উইদাউট বর্ডারস সাংবাদিকের ওপর হামলা সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর