বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৫ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫০
বগুড়া: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। নামুজা এলাকায় বালু ভর্তি ট্রাকের ধাক্কায় মনি (১০) নামের এক শিশু ও তার মামা পলাশ সরকার (১৯) মারা যান। এছাড়া, কাহালুর বীরকেদার ইউনিয়নে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী হাজী মজিবর রহমানের (৫৮) মৃত্যু হয়।
মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) এসব দুর্ঘটনা ঘটে।
এদিন বেলা ১১ টার দিকে বগুড়া-নামুজা সড়কে চৌমহুনী এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মনি (১০) নামের এক শিশু ঘটনাস্থলে মারা যায়। তার মামা পলাশ সরকারকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি মারা যান বিকেল ৩টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ সরকার তার ভাগিনাকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য চৌমহুনী বাজারে সড়ক পারাপার হচ্ছিলেন। এমন দ্রুতগামী বালু বোঝাই ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া, বেলা ১ টার দিকে, বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বীরকেদার ইউনিয়নের ১২ মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী হাজী মজিবর রহমানের (৫৮) মৃত্যু হয়। মজিবর রহমান কাহালুর বীরকেদার ইউনিয়নের ডিপুইল গ্রামের বাসিন্দা।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।