Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মহিলা দলের দু’গ্রুপে মারামারি


৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:২০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা এবং বহিষ্কৃত নেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম মণির অনুসারীদের মধ্যে এই মারামারি হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি দুই নম্বর গলির মুখে সমাদর ক্লাবের নিচে এই মারামারি হয়েছে।

ফাতেমা বাদশার অভিযোগ, কাউন্সিলর মণি মুখোশ পরে এসে নিজে হামলায় নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে মণি এই অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর সেটা ঠেকাতে ফাতেমা বাদশা এই মারামারির নাটক সাজিয়েছেন।

মনোয়ারা বেগম মণি চট্টগ্রাম নগর মহিলা দলের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের (লালখান বাজার, বাগমণিরাম ও জামালখান) কাউন্সিলর। গত বছরের অক্টোবরে লালখান বাজারে এক সমাবেশে আওয়ামী লীগ দলীয় মেয়র আ জ ম নাছির উদ্দীনের ভূয়সী প্রশংসা করে এবং তাকে আবারও মেয়র হিসেবে দেখতে চান উল্লেখ করে বক্তব্য দিয়ে কেন্দ্র থেকে বহিষ্কার হন মণি। এরপর সিনিয়র সহ-সভাপতি ফাতেমা বাদশা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মহিলা দলের নেত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি বাগমণিরাম ও জামালখান ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন করেন ফাতেমা বাদশা। সেই কমিটির পরিচিতি সভা হওয়ার কথা ছিল মঙ্গলবার বিকেলে কাজীর দেউড়িতে সমাদর ক্লাবের অদূরে এক নেত্রীর বাসায়। সবাইকে সমাদর ক্লাবের নিচে জড়ো হওয়ার কথা বলেছিলেন ফাতেমা বাদশা।

বিজ্ঞাপন

ফাতেমা বাদশা সারাবাংলাকে বলেন, ‘নেত্রীরা জড়ো হওয়ার পর আচমকা মণি মুখোশ পড়ে ২০-৩০ জন সঙ্গে করে লাঠিসোঠা, ছুরি-ব্লেইড নিয়ে এসে তাদের ওপর হামলা করে। অনেকের শরীরের ব্লেইড দিয়ে আঘাত করেছেন। কাউকে বাঁশ দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছেন। আমাদের নেত্রীরা মণির মুখোশ খুলে ফেলে। মারামারির মধ্যেই আমি সেখানে পৌঁছি। তখন আমার ওপরও আঘাত আসে। আমাকে আমাদের নেত্রী বুলুর বাসায়, যেখানে পরিচিতি সভা হওয়ার কথা ছিল, সেখানে যেতে দেওয়া হয়নি। সভাও আর হয়নি।’

এদিকে বিকেল ৫টার দিকে সমাদর ক্লাবের নিচ থেকে মহিলা দলের একদল নেতাকর্মী মণির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের দিকে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনোয়ারা বেগম মণি সারাবাংলাকে বলেন, ‘আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর হওয়ার কথা ছিল। সেটি ভণ্ডুল করার জন্য ফাতেমা বাদশা এই নাটক করেছেন। নিজেরা নিজেরা মারামারি করে আমার ওপর দোষ চাপাচ্ছেন। সামনে সিটি করপোরেশন নির্বাচন। আমার কি এখন তাদের সঙ্গে মারামারি করার সময় আছে? আর আমি মারামারি করবই বা কেন?’

এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা বাদশা সারাবাংলাকে বলেন, ‘কয়েকদিন আগে উনি (মণি) আমীর খসরু মাহমুদ চৌধুরী সাহেবের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) বাসায় গিয়ে উনাকে বলেছেন, ‘মণিকে যদি আবার সভাপতি পদ ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে তিনি আমাদের রাস্তায় নামতে দেবেন না। খসরু ভাই সেটা আমাকে ডেকে বলেছেন। আমি তখন বলেছি, আমারও হাত আছে। উনি আগে হুমকি দিয়েছেন, এখন নিজেই আমাদের রাস্তায় নামতে না দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন।’

বিজ্ঞাপন

জানতে চাইলে মনোয়ারা বেগম মণি এই ধরনের কোনো হুমকি তিনি দেননি জানিয়ে বলেন, ‘সবই ওদের চক্রান্ত। মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য দিচ্ছেন আমার বিরুদ্ধে।’

ফাতেমা বাদশার দাবি, ‘হামলায় তার অনুসারীদের মধ্যে অন্তঃত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন বেশি আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘মহিলা দলের দুই গ্রুপে মারামারির খবর পেয়েছি। উনারা যদি কোনো অভিযোগ নিয়ে আসেন আইনগত ব্যবস্থা নেব।’

টপ নিউজ মহিলা দল মারামারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর