Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে স্থানীয়দের বাধার মুখে ৩ ঘণ্টা বন্ধ ‘পাহাড়িকা’


৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৫

রাঙ্গামাটি: সেবার মান বৃদ্ধি ও ভাড়া কমানোর দাবিতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের যাত্রীবাহী বাস সার্ভিস ‘পাহাড়িকা’ চলাচল স্থানীয়দের বাধার মুখে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে হঠাৎ করেই স্থানীয়রা পাহাড়িকা বাস কাউন্টারে গিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। তিন ঘণ্টা পর দুপুর দুইটার দিকে ফের গাড়ি চলাচল শুরু হয়।

রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু বলেন, ‘রাঙ্গামাটি থেকে বিশেষ বাস সার্ভিসের কথা বলে দীর্ঘদিন ধরে পাহাড়িকা বাস সার্ভিস যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছে। ফিটনেসবিহীন গাড়ি দিয়ে চালানো হচ্ছে বিশেষ সার্ভিস। ঢাকা থেকে যেসব গাড়ি চট্টগ্রামের যাত্রী নিয়ে রাঙ্গামাটি আসছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মালিক সমিতি রাউজানে তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এতে উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার স্থানীয়রাসহ রাঙ্গামাটিতে আসা পর্যটকরা।’ এ পরিপ্রেক্ষিতে পাহাড়িকা বাস সার্ভিসের সেবার মান বৃদ্ধি ও ভাড়া কমানোর দাবি জানান তিনি।

হোটেল গ্রিন ক্যাসেলের মালিক মো. আসাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা রাউজানের কাছে জিম্মি। রাঙ্গামাটি পর্যটন এলাকা। এখানে উন্নতমানের গাড়ি ঢুকতে চাইলে রাউজানের মালিকরা ঢুকতে দেয় না। এতে যাত্রীরা উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই বন্দিদশা থেকে আমরা মুক্তি চাই।’

এ বিষয়ে রাঙ্গামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিম বলেন, ‘স্থানীয় জনগণের দাবি আমরা আলোচনার ভিত্তিতে সমাধান করব।’

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই পাহাড়িকা বাস সার্ভিস বন্ধ করে দেওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। এ সময় দ্রুতযান সার্ভিস ও সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে।

বিজ্ঞাপন

চলাচল পাহাড়িকা বন্‌ধ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর