Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন ব্যর্থ হলে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক পথ রুদ্ধ হয়’


৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪০

ঢাকা: নির্বাচন ব্যবস্থা ব্যর্থ হলে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়, সে অবস্থা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার নিজ কক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি কমিশনার মহাবুব তালুকদার বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে সব রাজনৈতিক দল আলোচনার টেবিলেই নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। তা না হলে অনিশ্চিত গন্তব্যের পথে পা বাড়াবে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক বিষয়ে পর্যালোচনা করে নির্বাচনোত্তর অবস্থা সম্পর্কে আমার অভিমত জানতে চেয়েছেন কয়েকজন সাংবাদিক। এ বিষয়ে আমার বক্তব্য হলো- বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ কী? এই প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন।’

তিনি বলেন, ‘নির্বাচনবিমুখতা গণতন্ত্রহীনতার নামান্তর। এই নির্বাচনে ভোটের প্রতি জনগণের অনিহা দেখে মনে প্রশ্ন জাগে, জাতি কি ক্রমান্বয়ে গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে যাচ্ছে? ভোটকেন্দ্রে বিরোধীপক্ষের দৃশ্যমান অনুপস্থিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই নির্বাচন প্রক্রিয়ার সংস্কার ও ব্যবস্থাপনায় পরিবর্তন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।’

মাহবুব তালুকদার বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত যেভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তাতে আচরণবিধি রাখা না রাখা সমান। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগুলো যাচাইয়ের কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অস্বাভাবিক কম ভোট পড়া আমার কাছে স্বাভাবিক বলে মনে হয়। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত হতে পারে। কিন্তু এটাই বাস্তব চিত্র। জনগণ নির্বাচন বা ভোটের প্রতি নিরাসক্ত হলে এ নিয়ে বিভিন্ন ব্যাখা বা অপব্যাখ্যা দিয়ে বাস্তব অবস্থার চিত্র খণ্ডন করা যাবে না।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে সুরক্ষার জন্য কর্তৃত্ববাদী শাসনের প্রয়োজন। কোনো কোনো বিজ্ঞজন এমন বক্তব্য দিয়েছেন। কিন্তু গণতন্ত্র আপন মহিমায় বিকশিত ও উদ্ভাসিত হতে পারে, যদি অবাঞ্চিত উপায় তাকে বন্দি করা না হয়।’

ক্ষমতা হস্তান্তর গণতন্ত্র টপ নিউজ স্বাভাবিক পথ