ক্যানসার রোধে ধুমপানকে না, ১৮’র নিচে নয় শারীরিক সম্পর্ক
৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৭ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪০
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ক্যানসার থেকে বাঁচতে ধুমপান ও ১৮ বছরের নিচে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। ধুমপানের কারণে ফুসফুসে ও অপ্রাপ্ত বয়সে শারীরিক সম্পর্ক করলে জরায়ু মুখে ক্যানসার হয়।
সোমবার (৪ জানুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ঢামেক হাসপাতালের বহির্বিভাগে র্যালি পূর্ববর্তী এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. স্বপন বলেন, ‘ক্যানসার একটি অসংক্রামক ব্যধি। এটি নিরাময় সম্ভব। প্রথম পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে দ্রুত নিরাময় পাওয়া যাবে। আমাদের দেশে এখন ক্যানসারের চিকিৎসা সহজেই হয়। বাইরের দেশে যেতে হয় না। আমাদেরর হাসপাতালে রেডিও এবং কেমো থেরাপির ব্যবস্থা আছে।’
তিনি বলেন, ‘ছেলেদের সবচেয়ে বেশি ক্যানসার হয় ফুসফুসে। যেটা শতভাগ আসে ধুমপান বা তামাকজাত দ্রব্য থেকে। ধুমপান করলে দশ বছর অথবা বিশ বছর পরে হোক ফুসফুসে ক্যানসার হবে। প্রথমে পর্যায়ে এটা বোঝা যায় না। প্রথমে হাড়ে ব্যাথা থাকে। পরে কাশি হয়। সঙ্গে রক্ত যেতে পারে।’
ডা. স্বপন মেয়েদের বিষয়ে বলেন, ‘বাবা-মা বা পরিবারের কর্তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মেয়েদের প্রতি খেয়াল রাখা। ১৮ বছরের আগে বিয়ের কথা চিন্তা করা যাবে না। তাদের শারীরিক সম্পর্কের বিষয়ে বেশি নজর দিতে হবে। জরায়ু মুখের ক্যানসার থেকে বাঁচতে হলে মাসিকের বিষয়ে নজর দিতে হবে। সেখানে ইনফেকশন থেকে ধীরে ধীরে ক্যানসারে পরিণত হয়। এটাকে বলে (হিউম্যান পিপলোমা) ভাইরাস। তাদেরকে সবধরনের ভ্যাকসিন দিতে হবে। মেয়েদের ইদানিং ব্রেস্ট ক্যানসারের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে এটাকে কেউ গুরুত্ব দেয় না। প্রথমে ব্রেস্টে একটি চাকা দেখা দেয়। আস্তে আস্তে সেই চাকা ক্যানসারে রূপান্তরিত হয়। এদিকে লক্ষ্য রাখতে হবে এবং দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে নারীদেরই প্রথমে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘ক্যানসার নিরাময়যোগ্য। হতাশ হলে চলবে না। আল্ট্রসনোগ্রাম বা মেমোগ্রাফি করলে দ্রত শনাক্ত করা সম্ভব।’
হেড নেক ক্যানসার সম্পর্কে তিনি বলেন, ‘নিয়মিত দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকা ও তামাকজাত দ্রব্য সেবনের ক্ষেত্রে গলায় ও মুখে ক্যানসার দেখা দেয়।’
তিনি বলেন, ‘একমাত্র সচেতনাই পারে ক্যানসারমুক্ত বিশ্ব গড়তে। বিলম্ব করা যাবে না। ঢাকা শহরে ক্যানসারের চিকিৎসা রয়েছে। সঠিক সময়ে চিকিৎসকের শরনাপন্ন হন।
এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ‘আমি আছি, আমি থাকবে, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে’- এই প্রতিপাদ্যে এবার বিশ্ব ক্যানসার দিবস পালিত হচ্ছে।