Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জানি কারা হামলা করেছে, কারা হুকুম দিয়েছে’


৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৪

ঢাকা: সাংবাদিকসহ সিটি করপোরেশন নির্বাচনের দিন যারা হামলার শিকার হয়েছেন তাদের সুস্থতা কামনা করে তাবিথ আউয়াল বলেছেন, আমরা সবাই জানি কারা হামলা করেছে, কারা হুকুম দিয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুমন ও এক যুবদল কর্মীকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হওয়া তাবিথ বলেন, ‘হামলার ভিডিও ফুটেজও আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও তথ্য আছে, এখন ওনারা যদি সবার পক্ষ হয়ে যারা দোষিদের আইনের আওতায় নিয়ে আসে, তাহলে পুরা বাংলাদেশই স্বস্তি পাবে।’

বিজ্ঞাপন

তাবিথ বলেন, ‘আমরা বিশ্বাস করি যে একটা নির্বাচনে কোনো হামলার প্রশ্নেই ওঠে না। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে যেখানে অনেকবার বলা হয়েছিলো সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য। এরকম ঘটনার পরও যে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে এটি আমাদের আহত করে, আঘাত করে।’

আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক

আহতদের সুস্থতা কামনা করে তিনি আরও বলেন, ‘সাংবাদিক ভাইয়ের পাশাপাশি আমাদের যুবদলের একজন সদস্যও এই হাসপাতালেই ভর্তি। তিনি উত্তরার একটি কেন্দ্রের এজেন্ট ছিলেন। নির্বাচনের দিন সকাল ৮টার দিকেই একটি হামলা হয়েছিলো। এদের মধ্যে একজনের পা ভেঙে গেছে, তার অবস্থাই বেশি গুরুতর ছিলো।’ নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির সঙ্গে কর্মের কোনো মিল ছিলো না বলেও উল্লেখ করেন তিনি।


এসময় ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করা ইশরাক হোসেন বলেন, ‘আগামীকাল আমরা আরও বিস্তারিত তুলে ধরবো। আহতদের সহানুভূতি জানাতে এসেছি এবং আমরা তাদের পাশে আছি।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লিখিত অভিযোগ তো দিতেই পারি, লিখিত দিলেই কোনো কাজ হবে এরকম কোনো বিষয় না। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। চূড়ান্তভাবে দলীয়করণ করা হয়েছে। সারাদিন জালিয়াতির পরও আমরা দুইজন এগিয়ে ছিলাম। সন্ধ্যা ৭টার দিকে মিডিয়া ক্রু করে রাত ১টায় দক্ষিণ ও ভোর ৪টায় উত্তরে গোঁজামিল ফলাফল ঘোষণা করা হয়। এই দেশে লিখিত অভিযোগ দিয়ে কি বিচার পাওয়া যায়?’

এসময় তাদের সঙ্গে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নিপুন রায় চৌধুরীসহ দলের নেতাকর্মীরা।

টপ নিউজ সাংবাদিক সাংবাদিক আহত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর