সংকেত না মেনে পুলিশ কনস্টেবলকে পিষে দিলো ট্রাক
৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৯ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৫
টাঙ্গাইল: জেলার সদর উপজেলার রাবনা পাইপাস এলাকায় ট্রাক চাপায় সাইদুল হক নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন সাইদুল হক। তিনি ট্রাফিক সিগন্যাল নিশ্চিত করতে গেলে একটি ট্রাক সংকেত অমান্য করে তাকে চাপা দিয়ে চলে যায়।
এসময় ঘটনাস্থলে দায়িত্বরত অপর দুই পুলিশ সদস্য তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।