Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধার প্রাণ গেল আগুনে


৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ফলাইয়াবাদ গ্রামের মো. ইউনূসের বাড়িতে এই আগুন লাগে।

নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৩২ মিনিটে আগুন নেভায়। আগুনে কাঁচা বসতঘরটি পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

আগুন নেভানোর পর ঘরের ভেতর থেকে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ঘুমিয়ে থাকায় ওই বৃদ্ধা আগুনের বিষয়টি টের পাননি বলেই ধারণা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের।

আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর