Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি ইমিগ্রেশনে করোনাভাইরাস ঠেকাতে স্বাস্থ্যকর্মীই ভরসা


৪ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৩

হিলি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় মেডিকেল টিম গঠনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হিলি ইমিগ্রেশনে নেই থ্যার্মাল স্ক্যানার ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। ইমিগ্রেশনে একজন স্বাস্থ্যকর্মী দিয়ে চলছে লোক দেখানো কার্যক্রম।

স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিনই দুই-দেশের মধ্যে যাতায়াত করছে পাসপোর্ট যাত্রীসহ ভারতীয় ট্রাক ডাইভার ও খালাসিরা। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় ও পাসপোর্টধারী যাত্রীরা।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত শুক্রবার (৩১ জানুয়ারি) এই ইমিগ্রেশন ব্যবহার করেই দেশে ফিরেছেন চীনে অধ্যয়নরত আবু রায়হান নামের বাংলাদেশি এক ছাত্র। তার স্বাস্থ্য পরীক্ষা করে করোনাভাইরাসের কোন লক্ষণ না পাওয়া যায়নি। পরে ২ ফেব্রুয়ারি রাতে দিনাজপুর সিভিল সার্জন চীন থেকে দেশে ফেরত আসা ওই ছাত্রের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

করোনাভাইরাস স্বাস্থ্যকর্মী হিলি ইমিগ্রেশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর