Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিতে ম্লান হয়েছে উন্নয়ন: ফিরোজ রশীদ


৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৪

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় পার্টির প্রেসডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, সব উন্নয়ন ম্লান হয়েছে আর্থিক খাতের অনিয়ম দুর্নীতির কারণে। আর্থিক খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সুপ্রীম কোর্টের বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি করার দাবি জানান তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের সময় বক্তব্য দিতে গিয়ে ফিরোজ রশীদ এ সব কথা বলেন।

জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘ওই উচ্চপর্যায়ের কমিটি তদন্ত করে দেখবে জনগণের গচ্ছিত টাকা কারা নিয়ে গেছে?’

শিশু ও নারী ধর্ষণের মতো অপরাধ বিষয়ে ফিরোজ রশীদ বলেন, ‘শিশু, নারী ধর্ষণ, বাস যাত্রীদের হত্যা, নিষ্পাপ শিশুদের হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। প্রতি মাসে গড়ে ৮৪ জন খুন হচ্ছেন।’

‘ধর্ষণের বিরুদ্ধে আবেগতাড়িত হয়ে গুলি চালানার কথা বলেছিলাম সংসদে। এইখান থেকে একজন সংসদ সদস্য বলেছেন, গুলি চালানোর কথা বলা মহাপাপ। দুঃখ লাগে, কিছু মানবাধিকার কর্মী বাইরে বলেছে কেন এটা আমি বলেছি? অথচ যেদিন শিশু রাসেলকে হত্যা করা হলো সেদিন মানবাধিকার ব্যক্তিরা চুপ ছিলেন।’

তিনি বলেন, ‘ধর্ষণের বিচার করতে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’

কাজী ফিরোজ রশিদ বলেন, সরকার  টানা তিনবার ক্ষমতায় তাই বড় বড় উন্নয়ন প্রকল্প নিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নের এক্সপার্ট হয়েছেন। পুরান ঢাকায় আমাদের কিছু উন্নয়ন বাকি আছে। উন্নয়ন কিন্তু সরকারের একার কৃতিত্ব নয়। এর পেছনে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরাট অবদান রয়েছে।’

ফিরোজ রশীদ আরও বলেন, ‘সরকারের যে এত উন্নয়ন, এর পেছনে সবচেয়ে বড় অবদান জাপার। ২০১৪ সালে জাপা না এলে নির্বাচন হতো না। নির্বাচন না হলে সরকার হতো না। সরকার না হলে কোথায় উন্নয়ন? কে কোথায় থাকতাম তার হদিস থাকত না।’

বিজ্ঞাপন

উন্নয়ন জাতীয় পার্টি দুর্নীতি ফিরোজ রশীদ সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর