‘জয় বাংলা’কে জাতীয় ধ্বনি ঘোষণার দাবি শাজাহান খানের
৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৭
জাতীয় সংসদ ভবন থেকে: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ‘জয় বাংলা’ বলে রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন এবং শেষ করেছিলেন। এবারই তাই করেছেন। ‘জয় বাংলা’ ধ্বনি দিয়ে শেষ করে রাষ্ট্রপতি একটা ইঙ্গিত করেছেন। আমি ‘জয় বাংলা’ ধ্বনিকে জাতীয় ধ্বনি ঘোষণার দাবি জানাচ্ছি। সেইসঙ্গে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করারও দাবি জানান তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়ার রাজনীতি কোথায় এসে দাঁড়িয়েছে, তা আজ প্রমাণিত। মানুষ হত্যা করে, সন্ত্রাস করে, বাড়ি-গাড়ি পুড়িয়ে, নারী ধর্ষণ করে যারা ক্ষমতায় আসতে চায় বা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা কখনও পারে না। এর পরিণতি ভয়াবহ, যার প্রমাণ বার বার হয়েছে; ইতিহাসের শিক্ষা এটা। সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেনি। তাই বিএনপিকে একটা প্রেসক্রিপশন দিতে চাই।’
প্রেসক্রিপশন নিয়ে শাজাহান খান বলেন, ‘আপনারা যত অপরাধ করেছেন, নাশকতা করেছেন, সন্ত্রাস করেছেন, হত্যাকাণ্ডসহ যা কিছু করেছেন তার জন্য জনগণের কাছে করজোরে ক্ষমা চান। প্রতিজ্ঞা করুন আর কোনোদিন এসব অপকর্ম করবেন না। জামায়াত-শিবির, রাজাকার, আলবদর ও অসৎসঙ্গ ত্যাগ করেন। যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকার করুন। বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করুন জয় বাংলা ধ্বনি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করুন। এসবের পর বাঙালি জাতি হিসাব করে দেখবে আপনাদের ক্ষমা করা যায় কি-না।’
তিনি বলেন, ‘বাঙালি জাতিকে ঐক্যবন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ঐক্য নিয়েই এগিয়ে চলছি। বিএনপির একজন সদস্য এখানে দাঁড়িয়ে বলেছিলেন, আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করেছে। বিভক্ত করেছে কারা? যারা রাজাকার, আলবদরদের নিয়ে রাজনীতি করেন তাদের জাতীয় ঐক্যের ভিত্তি একটা। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তাদের ঐক্যের ভিত্তি আরেকটা।’
শাজাহান খান বলেন, ‘বিএনপি নেতারা জাতীয় ঐক্যের কথা বলে জনগণ তথা জাতিকে বিভ্রান্ত করতে চায়। আমি বিশ্বাস করি, জনগণ এতে বিভ্রান্ত হবে না। ২০০৪ সালের ৪ জুনে জামায়াতের রোকনদের নিয়ে সম্মেলন হয়েছিল। সেখানে তারেক জিয়া ও বিএনপি নেতারা বলেছিলেন, আমরা অর্থাৎ বিএনপি ও জামায়াত এক পরিবার।’
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের বলব, সত্যকে মেনে নিয়ে আপনারা এগিয়ে আসুন। বিএনপির অপরাজনীতি ছেড়ে দিয়ে সত্য প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন।’
শাজাহান খান বলেন, ‘বাঙালি জাতির সংগ্রাম যুদ্ধাপরাধী জামায়াত-শিবির ও খুনিদের নিশ্চিহ্ন করার সংগ্রাম। এই সংগ্রামে জাতি জয় লাভ করেছে।’