Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়লো আরও দু’দিন, বাণিজ্য মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪০

ঢাকা: বাণিজ্য মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মেলা শেষ হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরে বাংলা নগরে বাণিজ্যমেলার সচিবালয়ে বাণিজ্য সচিব জাফর উদ্দীন এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, ‘ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আবারও মেলার সময় দুইদিন বাড়ানো হয়েছে। মূলত দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেছিলো। বাণিজ্যমন্ত্রীও এ আশ্বাস দিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে, গত ২৭ জানুয়ারি ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়িয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

বাণিজ্যমেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল গাজী ইন্টারন্যাশনাল

এবারের বাণিজ্য মেলায় স্টল ও প্যাভিলিয়ন রয়েছে ৪৮৩টি। যার মধ্যে প্যাভিলিয়ন ১১২টি, মিনি প্যাভিলিয়ন ১২৮টি ও বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি। বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি এবং বিদেশি প্রিমিয়ার স্টলের সংখ্যা ১৭টি। মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশ নিয়েছে।

আরও দুই দিন বাড়লো সময় বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর