Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২১ সাল থেকে বাণিজ্যমেলা পূর্বাচলে


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৩

ঢাকা: আগামী বছর অর্থাৎ ২০২১ সাল থেকে রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী বছর মেলাটি পূর্বাচলে নিয়ে যাওয়া হবে। সেখানে মেলার বরাদ্দকৃত স্থানে নিজস্ব কমপ্লেক্সে মেলা অনুষ্ঠিত হবে। সেখানে লোকজন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। পূর্বাচলে আন্তর্জাতিক মানের সেন্টার রয়েছে৷ সেখানেই মেলা অনুষ্ঠিত হবে।’

টিপু মুনশি বলেন, ‘এবার মেলার চিত্রিটা পাল্টে গেছে। চলাচলের সুবিধা বেশি ছিল। সবমলিয়ে এবার সুন্দর মেলা উপহার দিয়েছেন সংশ্লিষ্টরা।’

বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বাণিজ্য সচিব জাফর উদ্দীন, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন ও ইপিবির মহাপরিচালক (১) অভিজিৎ চৌধুরী।

টপ নিউজ পূর্বাচল বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর