ভারতের মহারাষ্ট্রে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু
৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫২ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৬
ভারতের মহারাষ্ট্রে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত আট জন। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে দুর্ঘটনা দুটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদপত্র নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পুলিশের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, মহারাষ্ট্রের জলগাঁও ও সাংলি জেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
মুম্বাই থেকে আনুমানিক চার শ কিলোমিটার দূরে জলগাঁওর হিংগোলা গ্রামে একটি ডাম্পার ট্রাক ও এসইউভি কারের মধ্যে সংঘর্ষ হলে ১০ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে, তারা চিঞ্চোল ও মেহুলগ্রামের বাসিন্দা বালু চৌধুরী, তার স্ত্রী ও তাদের পরিবারের কয়েকজন রয়েছেন। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে চোপরা গ্রাম থেকে ফিরছিলেন।
পুলিশ জানিয়েছে, চোপড়া-ফয়েজপুর রোডে ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এসইউভি কারে থাকা ১০ যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের জনগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া সোমবার ভোরে অন্য একটি দুর্ঘটনায় সাংলি জেলার আতপাড়ি তেহসিলে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয় ও একজন আহত হন। আহত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।