Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি কে শামীমের চার সহযোগীকে কেন জামিন নয়: হাইকোর্ট


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০১

ফাইল ছবি

ঢাকা: সমালোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) চার সহযোগীর জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জি কে শামীমের চার সহযোগী হলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. শামশাদ হোসেন।

আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শামীম সরদার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

গত ২৪ ডিসেম্বর চার আসামির জামিন আবেদন না মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এরপর তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।

মামলার এজাহারে জানা যায়, জি কে শামীমকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক এবং জুয়া ব্যবসায় (ক্যাসিনো) জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। ওই চার আসামি হলেন তার দুষ্কর্মের সহযোগী।

গত বছরের ২১ সেপ্টেম্বর জি কে শামীমের চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা পাচারের লক্ষ্যে দখলে রাখাসহ বিভিন্ন অপকর্মের সহযোগী।

ক্যাসিনো জি কে শামীম টপ নিউজ রুল হাইকোর্ট হাইকোর্টের রুল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর