Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে শ্যুটার গানসহ গ্রেফতার ৪


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ৪টি ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের শহিদুল ইসলাম (৫০), মেঘুল্লা গ্রামের আসাদুল (৩২), দুলাল সরকার (২৬) ও বেতিল চরের জাকির হোসেন (৩৫)।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার তালগাছি করতোয়ার ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি ওয়ানশ্যুটার গান ও ৪ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা সবাই অস্ত্র ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

ওয়ান শ্যুটার গান গ্রেফতার ৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর